ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ট্রাক্টরচাপায় কিশোর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
কুমিল্লায় ট্রাক্টরচাপায় কিশোর নিহত

কুমিল্লা সদরে মাটিবাহী পাওয়ার টিলার (ট্রাক্টর) চাপায় মহসিন (১২) নামে এক কিশোর নিহত হয়েছে।

কুমিল্লা: কুমিল্লা সদরে মাটিবাহী পাওয়ার টিলার (ট্রাক্টর) চাপায় মহসিন (১২) নামে এক কিশোর নিহত হয়েছে।
 
শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সদরের জগন্নাথপুর ইউনিয়নের বাজগড্ডা এলাকায় এ দুঘর্টনা ঘটে।

মহসিন সদরের জগন্নাথপুর ইউনিয়নের বাজগড্ডা এলাকার মনু মিয়ার ছেলে।

চকবাজার ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সত্যজিত সাহা বাংলানিউজকে জানান, দুপুরে বাজগড্ডা এলাকায় রাস্তা পার হচ্ছিল মহসিন। এসময় পেছন থেকে মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রাক্টরসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।