ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে লাখ টাকার মদ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
চাঁপাইনবাবগঞ্জে লাখ টাকার মদ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের জহুরপুরটেক সীমান্ত থেকে ৯৯ হাজার টাকা মূল্যের ৬৬ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের জহুরপুরটেক সীমান্ত থেকে ৯৯ হাজার টাকা মূল্যের ৬৬ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর গোলাম মোহাম্মদ সরওয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে এসব উদ্ধার করা হয়।

মেজর গোলাম মোহাম্মদ সরওয়ার বলেন, সীমান্তে সব ধরনের মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।