ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটের সাবেক এমপি আবুল হোসেন আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
লালমনিরহাটের সাবেক এমপি আবুল হোসেন আর নেই

লালমনিরহাটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন (৯০) আর নেই (ইন্না নিল্লাহি ওয়া ইন্না...রাজেউন)।

লালমনিরহাট: লালমনিরহাটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন (৯০) আর নেই (ইন্না নিল্লাহি ওয়া ইন্না...রাজেউন)।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আবুল হোসেন লালমনিরহাট শহরের বাসিন্দা ও লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ছিলেন।

লালমনিরহাট পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন আওয়ামী লীগের এই ত্যাগী নেতা। গত সপ্তাহে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে থাকার পর শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

আবুল হোসেন সর্বপ্রথম লালমনিরহাটে আওয়ামী লীগের দলীয় পতাকা উড়ান। দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।