ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক এম‌পি আবুল হোসেনের মৃত্যুতে ডেপু‌টি স্পিকারের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
সাবেক এম‌পি আবুল হোসেনের মৃত্যুতে ডেপু‌টি স্পিকারের শোক

লালম‌নিরহাট সদরের সাবেক এম‌পি আবুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডেপু‌টি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া।

ঢাকা: লালম‌নিরহাট সদরের সাবেক এম‌পি আবুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডেপু‌টি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ইন্তেকাল করেন আবুল হোসেন।

তিনি লালমনিরহাট শহরের বাসিন্দা ও লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ছিলেন।

‌শোক বার্তায় ডেপু‌টি স্পিকার বলেন, ‘তার মৃত্যুতে জা‌তি একজন শ্রেষ্ঠ সন্তান হারালো। একজন বীর মু‌ক্তিযোদ্ধা হিসেবে দেশ গঠনে তার ছিলো অসামান্য অবদান। তি‌নি একজন সফল সমাজ সেবক ও সংগঠক ছিলেন’।

‌ডেপু‌টি স্পিকার শোকসন্তপ্ত প‌রিবারের প্র‌তি সমাবেদন জানান। একইসঙ্গে আবুল হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।