ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাতেও আইভীর গণসংযোগে মানুষের ঢল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
রাতেও আইভীর গণসংযোগে মানুষের ঢল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভীর রাতের গণসংযোগেও সাধারণ মানুষের ঢল দেখা গেছে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভীর রাতের গণসংযোগেও সাধারণ মানুষের ঢল দেখা গেছে। এ সময় ঘরের মহিলারা বের হয়ে আইভীর সঙ্গে এসে নৌকার পক্ষে ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগানে সুর মেলান।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় বন্দরের ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকায় নৌকার পক্ষে গণসংযোগে গেলে এমন দৃশ্যই দেখা যায় আইভীর আশেপাশে। এ সময় এলাকার ঘরগুলো থেকে নারীদের বের হয়ে এসে আইভীর সঙ্গে উল্লাস করতে দেখা যায়।

আইভী নিজেও সবাইকে নিয়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও নৌকার পক্ষে স্লোগান তোলেন। উপস্থিত নারী-পুরুষরাও আইভীর সঙ্গে স্লোগানে তাল মেলান।  

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬ 
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।