ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আবদুল গাফফার চৌধুরীকে আজীবন সম্মাননা জানাবে বাংলাদেশ প্রতিদিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
আবদুল গাফফার চৌধুরীকে আজীবন সম্মাননা জানাবে বাংলাদেশ প্রতিদিন ‍ছবি: জি এম মুজিবুর, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের স্রষ্টা, বরেণ্য ভাষা সংগ্রামী ও পথিকৃৎ সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীকে আজীবন সম্মাননা জানাবে দৈনিক বাংলাদেশ প্রতিদিন।

ঢাকা: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের স্রষ্টা, বরেণ্য ভাষা সংগ্রামী ও পথিকৃৎ সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীকে আজীবন সম্মাননা জানাবে দৈনিক বাংলাদেশ প্রতিদিন।

বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ভবনে শনিবার (১৭ ডিসেম্বর) বেলা এগারোটায় বাংলাদেশ প্রতিদিনের কনফারেন্স রুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান অাহমেদ আকবর সোবহানের।
আরও উপস্থিত থাকবেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও  ডেইলি সান এর ভারপ্রাপ্ত সম্পাদক আমির হোসেন।

সাংবাদিকতা, বাংলা সাহিত্য ও বাংলা ভাষায় বিশাল অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ প্রতিদিন এই প্রথিতযশা ব্যক্তিত্বকে সম্মান জানাচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।