ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ৪শ’ কেজি জাটকা জব্দ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
পাথরঘাটায় ৪শ’ কেজি জাটকা জব্দ

বরগুনার পাথরঘাটায় বিশেষ অভিযান চালিয়ে ৪শ’ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। জাটকা শিকার আইনত দণ্ডনীয় অপরাধ।

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় বিশেষ অভিযান চালিয়ে ৪শ’ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। জাটকা শিকার আইনত দণ্ডনীয় অপরাধ।

শনিবার (১৭ ডিসেম্বর) ভোরে পাথরঘাটার বিষখালী নদী সংলগ্ন লালদিয়ার চর এলাকা থেকে জাটকাগুলো জব্দ করা হয়।           

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান বাংলানিউজকে জানান, ভোরে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে লালদিয়ার চর এলাকায় একটি ট্রলার আটক করে। এসময় ওই ট্রলারে তল্লাশি চালিয়ে ৪শ’ কেজি জাটকা পাওয়া যায়।  

জব্দকৃত জাটকাগুলো স্থানীয় দুস্থদের মধ্যে বিতরণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।