ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে চোরাই শাড়ি-চাদরসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
দিনাজপুরে চোরাই শাড়ি-চাদরসহ আটক ১

বাসে তল্লাশি চালিয়ে ভারত থেকে পাচার করে আনা ১৩৬ পিস শাড়ি-চাদরসহ মোহাম্মদ সুজন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে দিনাজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। 

দিনাজপুর: বাসে তল্লাশি চালিয়ে ভারত থেকে পাচার করে আনা ১৩৬ পিস শাড়ি-চাদরসহ মোহাম্মদ সুজন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে দিনাজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।  

শনিবার (১৭ ডিসেম্বর) ভোরে দিনাজপুর শহরের হাউজিং মোড়ে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস থেকে তাকে আটক করা হয়।

 

সুজন জেলার হাকিমপুর উপজেলার ধর্মজাইন এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।  

দিনাজপুর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে দিনাজপুরে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় অবৈধভাবে আনা ১৩৬ পিস ভারতীয় শাড়ি ও চাদরসহ সুজনকে আটক করা হয়।

এ ঘটনায় আটক সুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।