ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়ায় বাসচাপায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
সিংড়ায় বাসচাপায় নিহত ২

নাটোরের সিংড়া উপজেলার জলারবাতা এলাকায় বিআরটিসি বাসের চাপায় এক ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। 

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার জলারবাতা এলাকায় বিআরটিসি বাসের চাপায় এক ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন।  

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম এলাকার মৃত জনাব আলীর ছেলে ভ্যানচালক আবুল কালাম (৩৫) ও একই এলাকার মৃত তায়েজ উদ্দিনের স্ত্রী জাহিদা বেওয়া (৭০)।  

নিহত আবুল কালাম একজন ভ্যানচালক ও উপজেলা ভ্যানচালক সমিতির স্ট্যান্ড লিডার। আর নিহত জাহিদা ওই ভ্যানের যাত্রী ছিলেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল এই বাংলানিউজকে জানান,  আবুল কালাম তার ভ্যানে জাহিদাকে নিয়ে চৌগ্রাম থেকে সিংড়ায় আসছিলেন। পথে জলারবাতা এলাকায় এলে পেছন থেকে বিআরটিসির একটি বাস তাদের চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার ও বাসটি আটক করেছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।