ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় আহতদের বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
সড়ক দুর্ঘটনায় আহতদের বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত বাস যাত্রীদের বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে হালিম মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত বাস যাত্রীদের বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হালিম মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার কাগমারীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

হালিম উপজেলা সদরের মৃত ইমান আলীর ছেলে।

ভূঞাপুর থান‍ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউছার চৌধুরী বাংলানিউজকে জানান, সকালে দিনাজপুরগামী বনভোজনের একটি বাস কাগমারীপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় আহত বাস যাত্রীদের বাঁচাতে গিয়ে সেখানে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে হালিম বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।