ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে বিজয় সাইকেল র‌্যালি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
পঞ্চগড়ে বিজয় সাইকেল র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘এসো নবীন-গর্জে ওঠো বিজয় উল্লাসে’ এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ে বিজয় সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগড়: ‘এসো নবীন-গর্জে ওঠো বিজয় উল্লাসে’ এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ে বিজয় সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় পৌরসভা ও রেড ক্যাফের সহযোগিতায় পঞ্চগড় সাইক্লিং রাইডার্স (পিসিআর) এই র‌্যালির আয়োজন করে।

র‌্যালিটি পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে অডিটোরিয়ামে বিজয় দিবসের সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পঞ্চগড় সাইক্লিং রাইডার্সের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাদ্দাম, মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম, রেড ক্যাফের পরিচালক সফিকুল আলম ও কুদরত-ই-খোদা মুন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় জেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য অলিয়ার রহমান, তজাম্মেল হক ও তোফাজ্জল হোসেন নামে তিনজন মুক্তিযোদ্ধাকে মহান মুক্তিযুদ্ধে তাদের বীরত্বের জন্য সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬

পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।