ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জব্দ করা মদের মূল্য প্রায় ১১ লাখ টাকা।

সিলেট: সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জব্দ করা মদের মূল্য প্রায় ১১ লাখ টাকা।

শনিবার (১৭ ডিসেম্বর) বিজিবি-৫ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল ইসলাম ফকির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনগত রাতে কোম্পানিগঞ্জের উৎমা সীমান্ত ফাঁড়ির নায়েক মো. আব্দুর রহমানের নেতৃত্বে একটি টহল দল ১২৫৫/১-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় যায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মদ পালিয়ে যায়। পরে সীমান্ত পিলারের প্রায় ১ হাজার গজ বাংলাদেশের ভেতরে কোম্পানীগঞ্জ উপজেলার নয়াগাঁও এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৭শ’ ৫০ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদের বোতল জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এনইউ/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।