ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রামপুরায় গৃহবধূর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
রামপুরায় গৃহবধূর মরদেহ উদ্ধার

রাজধানীর রামপুরার চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সাদিয়া আক্তার মনি (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে রামপুরা থানা পুলিশ।

ঢাকা: রাজধানীর রামপুরার চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সাদিয়া আক্তার মনি (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে রামপুরা থানা পুলিশ।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে চৌধুরীপাড়ার বি ব্লকের ১২৬ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মনি ওই এলাকার পারভেজের স্ত্রী।

রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রলয় কুমার সাহা বাংলানিউজকে বলেন, পাঁচ বছর আগে পারভেজ ও মনির বিয়ে হয়। ওই গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী পারভেজ, তার ভাই ও ভাগিনাকে থানায় নেওয়া হয়েছে।

মনির মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
পিএম/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।