ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
সিলেটে হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার

সিলেট নগরী সংলগ্ন ভার্থখলা এলাকায় মাদক ব্যবসায়ী শাহীনের আস্তানায় অভিযান চালিয়েছে র‌্যাব-৯। এ সময় হেরোইনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

সিলেট: সিলেট নগরী সংলগ্ন ভার্থখলা এলাকায় মাদক ব্যবসায়ী শাহীনের আস্তানায় অভিযান চালিয়েছে র‌্যাব-৯। এ সময় হেরোইনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (১৭ ডিসেম্বর) বেলা পৌনে ২টার দিকে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) মিডিয়া ইউংয়ের সহকারী পরিচালক (এএসপি) সুজন চন্দ্র সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরী সংলগ্ন ভার্থখলা এলাকায় অভিযান চালায় ৠাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা শাহীন পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৬৫ লাখ টাকা মূল্যের ৬৫০ গ্রাম হেরোইন, ৮২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ লিটার দেশি মদ, ১৯টি সিম কার্ড, মোবাইল ও নগদ দুই লাখ টাকাসহ মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও অন্যান্য সরঞ্জামাদি মহানগরীর দক্ষিণ সুরমা থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়েছে।

শাহীন বিভিন্ন প্রকারের মাদকের খুচরা ও পাইকারি বিক্রেতা ছিলেন। শাহীনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।        

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এনইউ/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।