ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে প্রান্তিক জেলেদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
চরফ্যাশনে প্রান্তিক জেলেদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

ভোলার চরফ্যাশনে তেতুলিয়া প্রান্তিক জেলেদের সাংগঠনিক দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ভোলা: ভোলার চরফ্যাশনে তেতুলিয়া প্রান্তিক জেলেদের সাংগঠনিক দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে কোস্টট্রাস্ট্রের ইকোফিশ প্রকল্পের আয়োজনে উপজেলার চর নুরুল আমিন ও গাছির খাল গ্রামে এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন-সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতা পলাশ হালদার।
 
কর্মশালায় জেলেদের ইলিশ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নেতৃত্ব দেওয়া, কার্যকরী ভূমিকা পালনের জন্য ইলিশ সংরক্ষণ দলের নেতাদের দক্ষতা উন্নয়ন, জেন্ডার ও দলীয় দ্বন্দ্ব বা বিরোধ নিরসন পদ্ধতি, মৎস্যজীবীদের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইলিশ সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় সহায়ক ছিলেন-ইকোফিশ প্রকল্পের ম্যানেজার টিএস মো. সামিরুজ্জামান। সার্বিক সহযোগিতায় করেন-ইকোফিশ প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মিঠুন মল্লিক ও কমিউনিটি মোবিলাইজার রুবেলা।

কর্মশালায় জেলেরা তেতুলিয়া হতে অবৈধ জাল উচ্ছেদ ও জাটকা সংরক্ষণের দাবি জানান। এতে প্রায় শতাধিক জেলে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।