ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ৩১ মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
সাতক্ষীরায় ৩১ মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরায় মহান বিজয় দিবস উপলক্ষে ৩১ মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সাতক্ষীরা: সাতক্ষীরায় মহান বিজয় দিবস উপলক্ষে ৩১ মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশ তাদের এ সংবর্ধনা দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি শেখ মনির-উজ-জামান সংবর্ধিত পুলিশ সদস্যদের হাতে সম্মাননা উপহার তুলে দেন।

সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান ও অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব।

সংবর্ধিত ৩১ জনের মধ্যে একজন সহকারী পুলিশ সুপার, ১২ জন উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শক এবং ১৮ জন কনস্টেবল রয়েছেন। যাদের মধ্যে ৩০ জন অবসরে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।