ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় হেরোইন-ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
বগুড়ায় হেরোইন-ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

বগুড়া সদর উপজেলার রেলস্টেশন এলাকায় ৩০ পুরিয়া হেরোইন ও ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা সুলতানকে (৩১) আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা।

বগুড়া: বগুড়া সদর উপজেলার রেলস্টেশন এলাকায় ৩০ পুরিয়া হেরোইন ও ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা সুলতানকে (৩১) আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা।

আটককৃত সুলতান শাজাহানপুর উপজেলার ডুমনপুকুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

শনিবার (১৭ ডিসেম্বর) র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে।

আটককৃত সুলতানকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এমবিএইচ/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।