ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে মো. আলিফ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে মো. আলিফ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার মোকাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আলিফ উপজেলার মোকাম ইউনিয়নের মোকাম গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, পরিবারের সদস্যদের অজান্তে বিকেলে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায় আলিফ। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় কাবিলা ইর্স্টান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।