ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
রাজধানীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

রাজধানীর দারুসসালামের দক্ষিণ বিশিল এলাকা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা: রাজধানীর দারুসসালামের দক্ষিণ বিশিল এলাকা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মোতাহার (৪০) ও তার স্ত্রী শিউলি (৩৫)।

 

নিহত দম্পতির পাঁচ বছরের শিশু সন্তানের বরাত দিয়ে দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) শহীদ সোরওয়ার্দী বাংলানিউজকে জানান, প্রথমে মোতাহারের স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ সময় মোতাহার বাসায় ছিলেন না। পরে বাসায় এসে মোতাহার তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে নিজেও একই ওড়না দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে পুলিশ দারুসসালাম দক্ষিণ বিশিল এলাকার রোড-১০, হাউজ-১২৩/বি, ছয়তলা বাসার নিচ তলা থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।