ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পলাশীতে ঢাবি ছাত্র গুলিবিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
পলাশীতে ঢাবি ছাত্র গুলিবিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর) দিবাগত মধ্য রাতে রাজধানীর পলাশী এলাকায় কে এম জুবায়ের নামে ওই শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর) দিবাগত মধ্য রাতে রাজধানীর পলাশী এলাকায় কে এম জুবায়ের নামে ওই শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

গুলিবিদ্ধ শিক্ষার্থীর বরাত দিয়ে এসআই বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ অবস্থায় রাত দেড়টার দিকে জুবায়েরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

তবে কে বা কারা জুবায়েরকে গুলি করেছে প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ০২০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।