ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাজিতপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
বাজিতপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু 

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে সজীব কুমার ঘোষ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে সজীব কুমার ঘোষ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

শনিবার (১৮ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব উপজেলার দক্ষিণ মিরারচর এলাকার মৃত সু্বল কুমার ঘোষের ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হালিমপুর স্টেশনের কাছে সজীবের ট্রেনে কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) উৎপল দেবনাথ অপু বাংলানিউজকে জানান, সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।