ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
শার্শায় হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

যশোরের শার্শা উপজেলা থেকে ৫শ’ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলা থেকে ৫শ’ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার বাগআচড়া ইউনিয়নের গাজিপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন-উপজেলার ঘোষপাড়ার সিরাজুল ইসলামের ছেলে শাহারিয়ার মাহামুদ রাসেল (৩০) ও কাজিপাড়ার আতিয়ার রহমানের ছেলে রাজিব হোসেন আকাশ (২৮)।

বাগআচড়া ফাঁড়ি পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীরা সকালে গাজিপাড়ায় মাদক বেচা-কেনা করছিলেন। খবর পেয়ে বাগআচড়া ফাঁড়ি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ৫শ’ গ্রাম হেরোইনসহ রাসেল ও আকাশ নামে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।  

বাগআচড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই)  হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  

দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এজেডএইচ/বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।