ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে ২ মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
শ্রীমঙ্গলে ২ মাদক ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রশিদপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল রশিদপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

রোববার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় তাদের আটক করা হয়।

 এসময় তাদের কাছ থেকে ১৩ কেজি ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দুপুর দেড় টায় এক সংবাদবিজ্ঞপ্তিতে বিষয়টি সাংবাদিকদের জানায় র‌্যাব।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বিষ্ণুপুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে শাহেদ আকবর (৩৯) ও কাসিমপুর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মো. মনির হোসেন (৩০)।

র‌্যাব-৯-এর এএসপি মাঈন উদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। দুই মাদক ব্যবসায়ীকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় পাঠানোর প্রস্তুতি চলছে।


বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।