ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

নীলফামারীর ডোমার উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর ডোমার উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডোমার কার্যালয়ে এ সপ্তাহের উদ্বোধন করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন অফিসার ফুপেন্দ্রনাথ বর্মনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রভাষক খায়রুল আলম বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, পৌরসভার প্যানেল মেয়র এনায়েদ হোসেন নয়ন, সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার ইলিয়াছ হোসেন, প্রেসক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।