ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
বরগুনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরগুনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। 

বরগুনা: ‘উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরগুনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।  

রোববার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় অভিবাসী দিবস উপলক্ষে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়।

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।  

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বরগুনার অধ্যক্ষ মো. দিদার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম।  

বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মো. আজহারুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. রুস্তুম আলি, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. রাশেদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।