ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
মাগুরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে- এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। 

মাগুরা: উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে- এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।  

রোববার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়।

র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়।  

পরে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজমুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুল ইসলাম, মাগুরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাসুদেব কুণ্ডু, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) দিপক দেব শর্মা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
পিসি/ 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।