ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় জাসিদ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় জাসিদ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার রঘুনাথপুর কেয়া বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি মাগুরা জেলার শালিখা উপজেলার পিপরুল গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বাংলানিজউকে জানান, জাসিদ কেয়া বাগান এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় যশোরগামী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।