ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ফেনসিডিলসহ যুবক আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
সৈয়দপুরে ফেনসিডিলসহ যুবক আটক

নীলফামারীর সৈয়দপুরে ফেনসিডিলসহ শাহাদা‍ৎ হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে ফেনসিডিলসহ শাহাদা‍ৎ হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে তাকে আটক করা হয়।

শাহাদাৎ দিনাজপুর জেলার পার্বতীপুরের আব্দুল হাকিমের ছেলে।

র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি অধিনায়ক মেজর খুরশিদ জানান, স্থানীয় এক মাদক ব্যবসায়ীর কাছে ফেনসিডিল পৌঁছে দিতে দুপুরে মোটরসাইকেলে করে সৈয়দপুরে আসেন শাহাদাৎ।

গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব সদস্যরা ৭১ বোতল ফেনসিডিল ও তার ব্যবহৃত মোটরসাইকেলসহ তাকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।