ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ডোমারে উন্নয়ন বিষয়ক মতবিনিময়

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
ডোমারে উন্নয়ন বিষয়ক মতবিনিময়

নীলফামারীর ডোমার উপজেলার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর ডোমার উপজেলার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে শহরের শহীদ ধীরাজ মিজান স্মৃতি পাঠাগার মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এ মতবিনিময় সভার আয়োজন করে।

নামতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক সভাপতি সরকার ফারহা আক্তার।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নীলফামারী জেলা কমিটির সদস্য হুমায়উন কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-  ভোগডাবুড়ি ইউনিয়নের সদস্য সাব্বির হোসেন, ভোগডাবুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজিব হোসেন, ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর আলী, সাংবাদিক আবু ফাত্তাহ কামাল, জুলফিকার আলী, রওশন রশীদ, আসাদুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।