ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
নাটোরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

নাটোর সদর উপজেলার কৈগাড়িকৃষ্টপুর গ্রামে আগুনে পুড়ে চারুবালা দাস (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

নাটোর: নাটোর সদর উপজেলার কৈগাড়িকৃষ্টপুর গ্রামে আগুনে পুড়ে চারুবালা দাস (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

চারুবালা ওই গ্রামের মৃত বীরেন প্রামাণিকের স্ত্রী।

নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আকরামুল বাংলানিউজকে জানান, চারুবালা রাত ১২টার দিকে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। এসময় তার স্বজনরা মশার কয়েল জ্বালিয়ে দিয়ে যান। রাত ৩টার দিকে তার ঘরে আগুন লেগে যায়। টের পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু তার আগেই চারুবালা দগ্ধ হয়ে তিনি মারা যান। খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।  
তিনি আরো জানান, জ্বলন্ত কয়েল থেকে ঘরে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।