ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সবজি উৎপাদনে বিশ্বে তৃতীয় বাংলাদেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
সবজি উৎপাদনে বিশ্বে তৃতীয় বাংলাদেশ বিআইআইএসএস অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তব্যে রাখছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ছবি তুলেছেন আনোয়ার হোসেন রানা

বর্তমান সরকার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

ঢাকা: বর্তমান সরকার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে ‘বাংলাদেশের কৃষি উন্নয়ন, প্রতিবন্ধকতাসমূহ ও ভবিষ্যত পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)।

সবজি উৎপাদনে বিশ্বের বুকে বাংলাদেশের স্থান তৃতীয় উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, ‘সারা বিশ্বের মধ্যে আমরাই সবজি উৎপাদনে তৃতীয়। আলু উৎপাদনে আমরা সপ্তম স্থানে রয়েছি। এটি আমাদের জন্য অনেক গর্বের বিষয়। তবে যারা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করছেন, তারা এখনো বিভিন্ন সমস্যায় রয়েছেন। আমরা চেষ্টা করছি, কৃষকরা যেন কোনো ধরনের সমস্যা ছাড়াই ন্যায্যমূল্যে তাদের পণ্য বিক্রয় করতে পারেন। কারণ, কৃষকরা যদি ন্যায্যমূল্য না পান তাহলে তারা কেন কৃষি কাজ করবেন?’

কৃষকদের ক্ষতি করে কখনো দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

মতিয়া চৌধুরী বলেন, বর্তমান সরকার মানুষের খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। তাই কৃষিক্ষেত্রে বাংলাদেশ যেন একটি বৈপ্লবিক দেশ হিসেবে সুনাম অর্জন করতে পারে, সে চেষ্টাও করে যাচ্ছে সরকার।  

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে ক্রমশ জনসংখ্যা বাড়ছে। জমির পরিমাণ বাড়ছে না, বরং কমছে। শুধু তাই নয়, বাড়ি-ঘর,কল-কারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠান নতুন করে হওয়ায় আমাদের কৃষিজমি কমছে’।

‘এজন্যও আমাদের সমস্যায় পড়তে হতে পারে। আমরা তাই বৈজ্ঞানিকভাবে কিভাবে কৃষিজমিতে ফলন বাড়ানো যায়, সেটিরও চেষ্টা করছি’।

জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলবায়ু পরিবর্তন। যা মোকাবেলা করা আমাদের পক্ষে কঠিন। এর ফলে কৃষিক্ষেত্রে ব্যাপক বিপর্যয় নেমে আসতে পারে। জলবায়ু পরিবর্তনের ফলে কৃষির ফলনে ইতোমধ্যেই সমস্যা তৈরি হয়েছে। যার উত্তরণে আমাদের গবেষকরা কাজ করছেন। এছাড়া মৌসুমে যে ফলন হওয়ার কথা সেটিতেও সমস্যা হচ্ছে। কারণ এখানেও জলবায়ু পরিবর্তন’।

সভায় আরও বক্তব্য দেন বিআইআইএসএস’র বোর্ড অব গভর্নর্সের চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদ, মহাপরিচালক মেজর জেনারেল একেএম আব্দুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬

এসজে/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।