ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ফরচুন ট্যুর ডি বাংলাদেশের সাইক্লিং প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
গোপালগঞ্জে ফরচুন ট্যুর ডি বাংলাদেশের সাইক্লিং প্রতিযোগিতা গোপালগঞ্জে ফরচুন ট্যুর ডি বাংলাদেশের সাইক্লিং প্রতিযোগিতা

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের উদ্যোগে ‘ফরচুন ট্যুর ডি বাংলাদেশ’র সাইক্লিং প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ: বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের উদ্যোগে ‘ফরচুন ট্যুর ডি বাংলাদেশ’র সাইক্লিং প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে দ্বিতীয় পর্বে গোপালগঞ্জ থেকে কোটালীপাড়ার পয়সারহাট হয়ে টুঙ্গিপাড়া পর্যন্ত ৯৫ কিলোমিটার সড়কে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ৪০ জন সাইক্লিষ্ট অংশ নেয়। এরপর সকাল ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধি সৌধের প্রধান ফটকের সামনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান। গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমবি সাইফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম ইমতিয়াজ খান বাবুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।