ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত থাকবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত থাকবে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও বৃটিশ এমপি রুশনারা আলীর প্রেস বিফিং

বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সফররত বৃটিশ এমপি রুশনারা আলী।

ঢাকা: বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সফররত বৃটিশ এমপি রুশনারা আলী।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে দেখা করে এ কথা জানান তিনি।

পরে যৌথ সংবাদ সম্মলনে রুশনারা আলী বলেন, বাংলাদেশের পুরনো বন্ধু যুক্তরাজ্য নতুন বন্ধু চীনের সঙ্গে যৌথভাবে ঢাকা থেকে পায়রা পর্যন্ত রেল পথে সাড়ে সাত বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এটা এ দেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।

তিনি বলেন, এ দেশে বিনিয়োগের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা আছে তা চিহ্নিত করা গেলে নতুন নতুন বিনিয়োগ বাড়বে।

এ সময় বণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের একশ’টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের যেকোনো একটি যুক্তরাজ্য নিতে পারে। আমাদের শিল্পনীতি আইনের মাধ্যমে সুরক্ষা দেয় বিনিয়োগকে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬

আরএম/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।