ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে স্কুলে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
ধামরাইয়ে স্কুলে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকার ধামরাইয়ে ৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে।

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে ৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে।

 

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এমএ মালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলার ভাইস চেয়ারম্যান মো. মোহাদ্দেস হোসেন, উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ ১৬টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।