ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে জঙ্গিবাদমুক্ত আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
কেরানীগঞ্জে জঙ্গিবাদমুক্ত আলোচনা সভা জঙ্গিবাদমমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

কেরানীগঞ্জে জঙ্গিবাদমমুক্ত সোনার বাংলাদেশ গড়তে শিক্ষকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জে জঙ্গিবাদমমুক্ত সোনার বাংলাদেশ গড়তে শিক্ষকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে।

আলোচনা সভায় জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন কেরানীগঞ্জ শাখার সভাপতি শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। সভায় আরো বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো, জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহীনূর আক্তার, সিনিয়রর সহ-সভাপতি আ. ওহাব শেখ, কেরানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রউফ শাহীন ও তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসম্বের ২১, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।