ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় নদীতে ভাসমান যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
বগুড়ায় নদীতে ভাসমান যুবকের মরদেহ উদ্ধার মরদেহ ভাসতে দেখে উৎসুক জনতার ভিড় জমে যায়-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার শাজাহানপুর উপজেলায় করতোয়া নদী থেকে অজ্ঞাতপরিচয় (২২) এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ডেমাজানী এলাকায় করতোয়া নদীর পূর্ব পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় করতোয়া নদী থেকে অজ্ঞাতপরিচয় (২২) এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ডেমাজানী এলাকায় করতোয়া নদীর পূর্ব পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। এ সময় ঘটনাস্থলে বিপুল সংখ্যক উৎসুক জনতার ভিড় জমে যায়।

পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে। মৃত যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এমবিএইচ/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।