ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
নাটোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহে র‌্যালি

দুর্ঘটনা-দুর্যোগে সবার আগে সবার পাশে-এ স্লোগানে নাটোরে র‌্যালি ও আলোচনা সভা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

নাটোর: দুর্ঘটনা-দুর্যোগে সবার আগে সবার পাশে-এ স্লোগানে নাটোরে র‌্যালি ও আলোচনা সভা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৬ এর সমাপনী দিনে বুধবার (২১ ডিসেম্বর) সকালে নাটোর ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয় এবং বিভিন্ন মহড়া দেওয়া হয়। শেষে স্বেচ্ছাসেবক কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক আকতার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা প্রশাসক শাহিনা খাতুন।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন-পৌর মেয়র উমা চৌধুরী জলি, সিভিল ডিফেন্স ওয়ার্ডেন বাহিনী বিভাগের পরিচালক (ওয়ার্ডেন) গোলাম মোস্তফা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।