ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
বগুড়ায় ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন বগুড়ায় ফায়ার সার্ভিসের মহড়া – ছবি: আরিফ জাহান

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা ও মহড়া প্রদর্শন হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) শহরের ঠনঠনিয়া এলাকায় অবস্থিত জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে দুপুর পর্যন্ত এ অনুষ্ঠান চলে।

বগুড়া: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা ও মহড়া প্রদর্শন হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) শহরের ঠনঠনিয়া এলাকায় অবস্থিত জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে দুপুর পর্যন্ত এ অনুষ্ঠান চলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন।

বিশেষে অতিথি হিসেবে জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক ইউনুছ আলী বক্তব্য রাখেন।

শেষে ফায়ার সার্ভিস প্রাঙ্গণে অগ্নিকাণ্ড সংশ্লিষ্ট দুর্যোগ মোকাবেলায় মহড়ার আয়োজন করে। সেখানে আগুন ধরা, নেভানো, আহত রোগীদের উদ্ধার ও তাদের চিকিৎসা দেওয়ার বিভিন্ন কসরত প্রদর্শন করা হয়।

এ সময় অতিথিরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।