ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বাঞ্ছারামপুরে নলকূপে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
বাঞ্ছারামপুরে নলকূপে আগুন নলকূপ থেকে নির্গত গ্যাসে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি গ্রামের একটি নলকূপ থেকে নির্গত গ্যাসে আগুন জ্বলছে।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি গ্রামের একটি নলকূপ থেকে নির্গত গ্যাসে আগুন জ্বলছে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ২টায় ওই গ্রামের কৈবর্তপাড়ার গৌরাঙ্গ দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২০ ডিসম্বের) সকাল থেকে ওই নলকূপ দিয়ে তিন/চার ফুট উঁচুতে পানি উঠতে থাকে। দুপুরে কৌতুহলবশত কে বা কারা নলকূপের মুখে আগুন ধরিয়ে দেয়। এরপর থেকে নলকূপে আগুন জ্বলছে।

দড়িকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম স্বপন বাংলানিউজকে জানান, স্থানীয় বাসিন্দারা পানি ঢেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।