ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

দেবিদ্বারে মাদক সেবনের দায়ে দুই জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
দেবিদ্বারে মাদক সেবনের দায়ে দুই জনের কারাদণ্ড

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ভিংলাবাড়ি এলাকার মৃত. রফিকুল ইসলামের ছেলে মো. বসির আহামেদ ও মকবুল হোসেন সরকারের ছেলে রাসেল।

দেবিদ্বার থানা পুলিশ জানায়, উপজেলার ভিংলাবাড়ি এলাকা থেকে মো. বসির আহামেদ ও রাসেলকে গাঁজা সেবনের দায়ে গ্রেফতার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার-উল-হালিম এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদশে দেন।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।