ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে নোয়াখালী-কুমিল্লা সড়কের সোনাইমুড়ি উপজেলা পরিষদের সামনে এ দ‍ুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ঘোষকান্তা গ্রামের হারুণ অর রশিদের স্ত্রী হাছিনা আক্তার (৩৫) ও মেয়ে হিমু আক্তার (০৯)। তবে, আহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, বেলা সোয়া ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আটোরিকশার যাত্রী হাছিনা ও তার মেয়ে হিমু ঘটনাস্থলেই মারা যায়। এছাড়াও তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়া মা-মেয়ের ‍মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬ / আপডেট: ১৫১১
বিএসকে/এজি/আরএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।