ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
পাবনায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে পাবনায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লাঠি খেলা।

পাবনা: মহান বিজয় দিবস উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লাঠি খেলা।

 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে জেলা কৃষক লীগের আয়োজনে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ মাঠে খেলার উদ্বোধন করেন পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল, জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমান শহিদ প্রমুখ।

খেলায় জেলার বিভিন্ন উপজেলার পাঁচটি দল অংশ নেন। ঢাক-ঢোল আর বাদ্য বাজনার তালে সহস্রাধিক দর্শক এ খেলা উপভোগ করেন।

আয়োজকরা জনান, গ্রাম বাংলার বিলুপ্ত প্রায় এ খেলাকে ধরে রাখতে ও নতুন প্রজন্মকে দেশীয় খেলার সঙ্গে পরিচিত করতেই প্রতি বছরের মতো এবারও এই লাঠিখেলার আয়োজন করেছেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।