ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ‘অভিজাত সুইটস’কে জরিমানা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
রাজধানীতে ‘অভিজাত সুইটস’কে জরিমানা ভেজালবিরোধী অভিযান

ভেজালবিরোধী অভিযানে রাজধানীর কলাবাগান গ্রিন রোডে ‘অভিজাত সুইটস অ্যান্ড বেকারি’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন-৫) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ঢাকা: ভেজালবিরোধী অভিযানে রাজধানীর কলাবাগান গ্রিন রোডে ‘অভিজাত সুইটস অ্যান্ড বেকারি’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন-৫) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এ অভিযান পরিচালনা করেন।

এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল জানান, রাজধানীর গ্রিন রোড, গ্রিন টাওয়ার, ‘অভিজাত সুইটস অ্যান্ড বেকারি’ খাদ্যপণ্যের মোড়কের গায়ে মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ হওয়া খাবার বিক্রি করায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান সহকারী পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ২২ ২০১৬
জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।