ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
ভালুকায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহের ভালুকায় গেজেটভুক্ত ১৩ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় গেজেটভুক্ত ১৩ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে স্থানীয় উপজেলা পরিষদের সভাকক্ষে তাদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদ সদস্য (এমপি) ডা. এম আমান উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মফিজুল ইসলাম প্রমুখ।

ডা. এম.আমান উল্লাহ বলেন, সামনে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করা হবে। ভালুকার যেসব শহীদ মুক্তিযোদ্ধা এখনো গেজেটভুক্ত হতে পারেন নি তাদেরকে দ্রুত গেজেটভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এমএএএম/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।