ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ইজিবাইকের চাকায় গলার ওড়না পেঁচিয়ে সোহানা খাতুন (০৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ইজিবাইকের চাকায় গলার ওড়না পেঁচিয়ে সোহানা খাতুন (০৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে শহরের রেলবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোহানা চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের সুবারোক আলীর মেয়ে।

স্থানীয়রা জানায়, বিকেলে সোহানা মেহেরপুর থেকে ইজিবাইকে চুয়াডাঙ্গার বোয়ালিয়ায় গ্রামে যাচ্ছিল। পথে ইজিবাইকটি রেলবাজার এলাকায় পৌঁছালে তার গলার ওড়নাটি ইজিবাইকের চাকায় পেঁচিয়ে যায়। এতে তার মাথা ও শরীর ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

চুয়াডাঙ্গার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।