ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিশালে আয়ুর্বেদিক কোম্পানি ও ফার্মেসিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
ত্রিশালে আয়ুর্বেদিক কোম্পানি ও ফার্মেসিকে জরিমানা

ময়মনসিংহের ত্রিশালে নানা অনিয়মের অভিযোগে দুই আয়ুর্বেদিক ওষুধ কোম্পানি ও একটি ফার্মেসিকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে নানা অনিয়মের অভিযোগে দুই আয়ুর্বেদিক ওষুধ কোম্পানি ও একটি ফার্মেসিকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে র‌্যাব সদর দফতরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ জরিমানা করেন।

ময়মনসিংহ র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-১৪) মেজর জাহাঙ্গীর আলম এ অভিযানের নেতৃত্ব দেন।

তিনি জানান, লাইসেন্স না থাকা, ওষুধ বানানোর হেকিম না থাকা, বিভিন্ন মসল্লা ব্যবহার করে ভুয়া ওষুধ তৈরিসহ নানা অনিয়মের অভিযোগে ইন্ডিয়া হারবাল চেম্বারকে দেড় লাখ টাকা ও ইউনানী হারবাল মেডিকেলকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে সরকারি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মা মেডিকেল হলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এমএএএম/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।