ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

শ্রমিক অসন্তোষের ঘটনায় সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
শ্রমিক অসন্তোষের ঘটনায় সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান মিলি আক্তার উর্মিকে আটক করেছে পুলিশ।

আশুলিয়া, সাভার: আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান মিলি আক্তার উর্মিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বাংলানিউজকে জানান, শ্রমিকদের উস্কানি দেওয়ার অভিযোগে মিলি আক্তারকে আটক করা হয়েছে। বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আদালতে পাঠানো হয় বলেও জানান তিনি।

** শ্রমিক অসন্তোষের জের ধরে ১৩৫ জন ছাঁটাই

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।