ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ভবন থেকে শাড়ি বেয়ে পালাতে গিয়ে ২ নারী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
ভবন থেকে শাড়ি বেয়ে পালাতে গিয়ে ২ নারী আহত

পাঁচতলা ভবন থেকে শাড়ি বেয়ে পালানোর সময় পড়ে গিয়ে মিমি (১৪) ও লাকী (১৮) নামে ২ নারী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ওয়ারীতে এ ঘটনা ঘটে।

ঢাকা: পাঁচতলা ভবন থেকে শাড়ি বেয়ে পালানোর সময় পড়ে গিয়ে মিমি (১৪) ও লাকী (১৮) নামে ২ নারী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ওয়ারীতে এ ঘটনা ঘটে।

বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিহাদ হোসেন বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, ওয়ারী হেয়ার স্টেট রোডের ওয়ারী কমপ্লেক্সের পাঁচ তলায় গৃহকর্ত্রী শাহনাজ আলমগীরের গৃহকর্মী হিসেবে কাজ করতেন মিমি ও লাকি। বিকেলে তারা ওই বাসা থেকে শাড়ি বেয়ে পালাচ্ছিলো। এ সময় শাড়ি ছিঁড়ে তারা পড়ে আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে।

তিনি আরো জানান, বাসায় কেউ ছিলো না। কেন তারা ওই বাসা থেকে পালচ্ছিলো তা জানা যায়নি। তবে তারা সুস্থ হলে বিষয়টি জানা যাবে বলেও জানান তিনি।

এদিকে আহত লাকী বাংলানিউজকে বলেন, বিভিন্ন নির্যাতনের কারণে আমরা পালাচ্ছিল‍াম।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এজেডএস/এএটি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।