ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে ব্যাংক কর্মকর্তা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
কমলনগরে ব্যাংক কর্মকর্তা কারাগারে

লক্ষ্মীপুরের কমলনগরে সোনালী ব্যাংক কর্মকর্তা খালেদ মোহাম্মদ আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে সোনালী ব্যাংক কর্মকর্তা খালেদ মোহাম্মদ আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে খালেদ জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী রহিম গাজী বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

খালেদের বাড়ি হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামে। তিনি সোনালী ব্যাংক কমলনগর শাখার কর্মকর্তা।

চর জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা সেলিমের স্ত্রীর সঙ্গে ব্যাংক কর্মকর্তা খালেদের পরকিয়া সম্পর্ক ছিল। এর জের ধরে ৫ নভেম্বর সেলিমকে গরম পানিতে জলসে দেন খালেদ। ঘটনার পর থেকে দগ্ধ সেলিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন।

পরে ১৮ ডিসেম্বর ব্যাংক কর্মকর্তা খালেদকে প্রধান আসামি করে কমলনগর থানায় মামলা দায়ের করেন সেলিম।

কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন বাংলানিউজকে জানান, মামলাটির তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।