ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে কৃষকের বিজয় উৎসব ও লাঠিখেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
ঝিনাইদহে কৃষকের বিজয় উৎসব ও লাঠিখেলা ঝিনাইদহে কৃষকের বিজয় উৎসবে লাঠিখেলা-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল কৃষকের বিজয় উৎসব ও ঐতিহ্যবাহী লাঠিখেলা।

ঝিনাইদহ: বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল কৃষকের বিজয় উৎসব ও ঐতিহ্যবাহী লাঠিখেলা।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে স্বাধীন কৃষক সংগঠনের উদ্যোগে উপজেলার ডেফলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়।

জেলার ২০ দলের খেলোয়াড় এ খেলায় অংশগ্রহণ করে। এসময় প্রদর্শন করা হয় ঢাক-ঢোল আর বাঁশির তালে তালে লাঠির নানা কসরত। ঝিনাইদহে কৃষকের বিজয় উৎসবে লাঠিখেলা-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমঐতিহ্য ধরে রাখা আর মানুষের আনন্দের খোরাক জোগাতেই এ আয়োজন বলে জানান আয়োজকরা।

খেলা শেষে অনুষ্ঠিত হয় কৃষক সমাবেশ। স্বাধীন কৃষক সংগঠন ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক জয়েন উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মণ্ডল।

বিশেষ অতিথি ছিলেন-কুমড়াবাড়ীয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম ও সমন্বয়কারী হায়দার আলী।

পরে কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত নানা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।